thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

উল্লাপাড়ায় প্রাইভেটকার খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

২০১৯ জুন ০৬ ১৬:৫৬:০৩
উল্লাপাড়ায় প্রাইভেটকার খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হরিণচড়া বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এমারুল হোসেন (৪৫) এবং প্রাইভেটকার চালক রুবেল হোসেন (২৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ব্যাংক কর্মকর্তা এমারুল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্বশুরবাড়ি থেকে প্রাইভেটকারে ফরিদপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি হরিণচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তা এমারুল নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর