thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

পাবনায় নদীতে মিললো যুবকের গলিত লাশ

২০১৯ জুন ০৮ ১২:১২:২৬
পাবনায় নদীতে মিললো যুবকের গলিত লাশ

পাবনা জেলা: জেলার ভাঙ্গুড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকায় বড়াল নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর। পড়নে প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর