thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিএনপির নয়াপল্টন অফিস ঘিরে পুলিশের সতর্কাবস্থা

২০১৩ নভেম্বর ০৯ ২০:২৯:৫১
বিএনপির নয়াপল্টন অফিস ঘিরে পুলিশের সতর্কাবস্থা

দিরিপোর্ট২৪ প্রদিবেদক : বিএনপির ডাকা রবিবার ভোর ৬টা থেকে টানা ৮৪ ঘণ্টার হরতালের আগের রাতে দলটির কার্যালয় ঘিরে ব্যাপক সতর্কাবস্থা নিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির কার্যালয়ের মূল ফটকটি তালাবদ্ধ রয়েছে। মূল ফটকের বাইরে সাদা পোশাকের পুলিশ অবস্থান করছে। বিপরীত পাশের রাস্তায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা থেকে শুরু করে বাসসহ সকল যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মতিঝিল জোনের পুলিশের এসি অশরাফুজ্জামানের নেতৃত্বে এ তল্লাশি চলছে।

বিএনপির কার্যালয় ঘিরে গোয়েন্দা পুলিশসহ পুলিশের ব্যাপক উপস্থিতি ও তল্লাশির ফলে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও কয়েকজন কর্মচারী এখনো অবস্থান করছেন।

(দিরিপোর্ট২৪/এসএস/এসকে/এমডি/নভেম্বর ০৯, ২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর