thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঐক্যফ্রন্টের বৈঠক শুরু

২০১৯ জুন ১০ ১৮:১২:৫৮
ঐক্যফ্রন্টের বৈঠক শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈঠকে প্রবেশের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে, এই বৈঠকে উপস্থিত হননি জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টায় জোটের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এই বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে জোটের বড় শরিক বিএনপির কাছে অনেক বিষয় জানতে চাওয়া হবে। এরমধ্যে জোট নিয়ে বিএনপির ভাবনাসহ দলীয় সংসদ সদস্যের শপথের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য চাওয়া হবে। এছাড়া কাদের সিদ্দিকী জোট ছাড়ার জন্য যেসব আল্টিমেটাম দিয়েছেন, সেইসব বিষয়ও বৈঠকে তোলা হবে।

আলোচনার বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন জোটের কোনও বৈঠক হয় না। আজ সবাই বৈঠকে বসছেন। আগামী দিনের আমাদের করণীয় নিয়ে কথা হবে। আমরা কী করতে পারবো, আর কী করতে পারবো না, তা নিয়ে আলোচনা হবে। নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার তো দরকার আছে।’

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ীর কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক বীর হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ডা. জাহিদুর রহমান, নাগরিক ঐক্যের নেতা মমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনের আগে নানা নাটকীয়তার মধ্যদিয়ে ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের ঘোষণা আসে। এরপর ঐক্যফ্রন্টের দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনের পর বিএনপি ও গণফোরামের সংসদে যোগ দেওয়া, কর্মসূচি না থাকা ও অভ্যন্তরীণ সংকটের কারণে জাতীয় ঐক্যফ্রন্ট এখন অনেকটা নিষ্ক্রিয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর