thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

পাবনায় সড়কে প্রাণ হারালেন ২ জন

২০১৯ জুন ১২ ১২:২৭:৫২
পাবনায় সড়কে প্রাণ হারালেন ২ জন

পাবনা প্রতিনিধি: পাবনা শহরে অটোবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শহরের ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অলিব (২০) সদর উপজেলার বলরামপুরের আমিনউদ্দিনের ছেলে ও পান্থ (১৬) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

সদর থানার এসআই মহিউদ্দিন জানান, অটোবাইকটি উপজেলার লাইব্রেরি বাজার থেকে শহরে যাচ্ছিল। পথে শহরের ডিসি বাংলো এলাকায় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে ওই অটোবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর