thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

২০১৯ জুন ১৩ ১৮:৪৭:৫৫
উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (বিজিসিএল) সংযোগ লাইনের সয়দাবাদ বাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের টাই-ইনসহ অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিজিসিএল’র মহাব্যবস্থাপক মার্কেটিং (নলকা) আনোয়ার হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, কারিগরি কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাভুক্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এলাকায় আজ বৃহস্পতিবার রাত ১২ থেকে আগামীকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে একটানা ২৪ ঘণ্টা পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হবে। বিশেষ করে যেসব বাসাবাড়ি, ছোট-বড় হোটেল রেস্তোরাঁয় গ্যাসে রান্নার কাজটি করতে হয় তারা ভোগান্তির মুখে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন। ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য পিজিসিএল’র পক্ষ থেকে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর