thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

পাবনায় বজ্রাঘাতে নিহত ৫

২০১৯ জুন ১৪ ২০:২১:০৪
পাবনায় বজ্রাঘাতে নিহত ৫

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রাঘাতে স্কুলছাত্রীসহ ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মান্নান (৫০), আব্দুস সালাম (৪৯), আনছের মল্লিক (৪৭), নাছিমা খাতুন (১২) ও শামীম আহম্মেদ (৩২)।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চড়ে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মৃত জিনাত প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান (৫০), মৃত হবি মোল্লার ছেলে আব্দুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)। একই ঘটনায় আহত একই গ্রামের একই ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে, আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মঈনুদ্দিন জানান, বেড়া উপজেলার আমিনপুর থানার চর বুড়ামারা গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রী নাছিমা খাতুন (১২) বাড়ির পাশে চড়ে বাদাম তুলতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়। নিহত নাছিমা ওই গ্রামের শমসের প্রামাণিকের মেয়ে।
এছাড়া জেলার ভাঙ্গুড়া উপজেলার আঠারোবাড়িয়া বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হন। নিহত শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হারান সরদারের ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর