thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

শুরুর চাপ কাটিয়ে উঠছে পাকিস্তান

২০১৯ জুন ১৬ ২২:০১:২৬
শুরুর চাপ কাটিয়ে উঠছে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৩৭ রান। যে কোনো দলের বিপক্ষেই এই রান তাড়া করা দূরহ। তার ওপর প্রতিপক্ষ দলে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহালদের মতো বোলার। কাজটা যে সহজ হবে না তা তো আর না বলে দিলেও চলে।

৩৩৭ রানের পাহাড়ে চড়তে গিয়ে শুরুতেই বিপদে পড়েছ পাকিস্তান। বিজয় শংকরের বলে লেগ বিফোর হয়ে ফিরে গেছেন ইমাম উল হক। তবে এরপর শুরুর সেই বিপদ কাটিয়ে উঠছে এশীয় দলটি। ফখর জামান ও বাবর আজমের ব্যাটে ভালোভাবেই ম্যাচে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে ৭৯ রান। ফখর জামান ৪০ ও বাবর আজম অপরাজিত আছেন ৩০ রান করে।

পাকিস্তানের ইনিংসের সেটা পঞ্চম ওভার। ভুবনেশ্বর কুমারের বলে প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছিল ইমামের। চতুর্থ বলটা করতে আহত হন ভুবি। এই পেসারের ওভার শেষ করতে আসেন বিজয় শংকর। প্রথম বলেই ইমামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ভারতীয় অলরাউন্ডার। পাকিস্তানের রান তখন মাত্র ১৩।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৬ রান করে ভারত। রোহিত শর্মা ১৪০ ও বিরাট কোহলি করেন ৭৭ রান।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ১৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর