thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সোহেল তাজের ভাগ্নে অপহরণ, সোমবার সংবাদ সম্মেলন

২০১৯ জুন ১৬ ২২:৪৭:১৪
সোহেল তাজের ভাগ্নে অপহরণ, সোমবার সংবাদ সম্মেলন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে অপহৃত হওয়ার ঘটনায় আগামীকাল সংবাদ সম্মেলন করা হবে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আগামীকাল সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন করা হবে।

সোহেল তাজ আজ রোববার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো তথ্য জানানো হবে উল্লেখ করে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সেখানে আরো তথ্য জানা যাবেI একজন ব্যবসায়ীর এত ক্ষমতা কি করে? তার পেছনে কে আছে যার এত ক্ষমতা? কে সে গডফাদার যার হুকুমে রাষ্ট্রীয় সংস্থাকে ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে?’

এর আগে গতকাল শনিবার তিনি ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে অপহরণের কথা জানিয়েছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ জানান, ‘তার মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)-কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়। অপহরণের ঘটনায় ১০ জুন পাঁচলাইশ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (ডায়েরি নম্বর ৫২০)।’

তবে এই ঘটনা কবে এবং কোন পটভূমিতে ঘটেছে সে সম্পর্কে তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত কোন তথ্য জানাননি। সোহেল তাজ সেই পোস্টে লেখেন, এই অপহরণের পেছনে কারা আছে তা তিনি জানেন। অপহরণকারীদের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি তার ভাগ্নেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বলেন।

তিনি লিখেছিলেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছেI যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ১৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর