thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ছাত্রদল নেতাদের ধারাবাহিক প্রতীকী অনশন

২০১৯ জুন ১৭ ১৫:০২:৫২
ছাত্রদল নেতাদের ধারাবাহিক প্রতীকী অনশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : 'বয়সসীমা নির্ধারণ না করে’ ধারাবাহিক কমিটির দাবিতে সোমবারও যথারীতি সকাল সাড়ে ১১ থেকে পৌনে ১টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রতীকী অনশন করেছেন ছাত্রদলের বয়স্ক-বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

অনশনে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

দ্বিতীয় দিনের মত তারা এই অনশন কর্মসূচি পালন করছেন। গতকাল রোববার প্রথম দিনের মত কর্মসুচি শুরু করে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

সোমবার অনশন করার পর সার্চ কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা।

আন্দোলনকারীরা জানায়, খায়রুল কবির খোকন ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন, দুই-এক দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। তার বক্তব্যের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে সমাধান না হলে তারা পুনরায় আন্দোলনে নামবে বলে জানায়।

বিলুপ্ত কমিটির দুয়েকজন নেতাকে বলতে শোনা যায়, ১৪ বছর ধরে ছাত্র-রাজনীতি করে আসছি। জীবন-যৌবন এই সংগঠনের জন্য উৎসর্গ করে দিয়েছি। দীর্ঘ সময় ধারাবাহিক কমিটি না দেয়ায় একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সেই গ্যাপটা হঠাৎ পূরণ করতে যেয়ে যদি ধারাবাহিক কমিটি ঘোষণা করা না হয় তবে ছাত্রদল দূর্বল হয়ে পড়বে।আমরা সংগঠনকে শক্তিশালী করতে এই আন্দোলনে বসেছি।

আন্দোলনকারীরা আরো জানায়, ছাত্রদলকে দূর্বল করতে এবং সরকার বিরোধী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রি মহল ছাত্রদলের কমিটি নিয়ে তামাশা করছে। ছাত্রদলকে নিয়ে যে অবৈধ প্রেস রিলিজ দেয়া হয়েছে তা আমরা মানিনা। অবিলম্বে আমরা এই অবৈধ প্রেস রিলিজ প্রত্যাহার ও ধারাবাহিক কমিটির দাবি জানাচ্ছি।

এর আগে বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।

পরে ওইদিন রাতে দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন আন্দোলনতরা। পরবর্তীতে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণে তারাও পুনরায় আশ্বাস দেন আন্দোলনকারীদের।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।
মেয়াদোত্তীর্ণ কমিটির ছাত্রদল নেতাদের ধারাবাহিক প্রতীকী অনশন
রাজনীতি- সেমি লিড
- সাইফুল্লাহ সাদেক ১৭ জুন, ২০১৯ ১৪:৫৭
After Post Headline- ACI

‘বয়সসীমা নির্ধারণ না করে’ ধারাবাহিক কমিটির দাবিতে সোমবারও যথারীতি সকাল সাড়ে ১১ থেকে পৌনে ১টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রতীকী অনশন করেছেন ছাত্রদলের বয়স্ক-বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

অনশনে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

দ্বিতীয় দিনের মত তারা এই অনশন কর্মসূচি পালন করছেন। গতকাল রোববার প্রথম দিনের মত কর্মসুচি শুরু করে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

সোমবার অনশন করার পর সার্চ কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা।

আন্দোলনকারীরা জানায়, খায়রুল কবির খোকন ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন, দুই-এক দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। তার বক্তব্যের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে সমাধান না হলে তারা পুনরায় আন্দোলনে নামবে বলে জানায়।

বিলুপ্ত কমিটির দুয়েকজন নেতাকে বলতে শোনা যায়, ১৪ বছর ধরে ছাত্র-রাজনীতি করে আসছি। জীবন-যৌবন এই সংগঠনের জন্য উৎসর্গ করে দিয়েছি। দীর্ঘ সময় ধারাবাহিক কমিটি না দেয়ায় একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সেই গ্যাপটা হঠাৎ পূরণ করতে যেয়ে যদি ধারাবাহিক কমিটি ঘোষণা করা না হয় তবে ছাত্রদল দূর্বল হয়ে পড়বে।আমরা সংগঠনকে শক্তিশালী করতে এই আন্দোলনে বসেছি।

আন্দোলনকারীরা আরো জানায়, ছাত্রদলকে দূর্বল করতে এবং সরকার বিরোধী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রি মহল ছাত্রদলের কমিটি নিয়ে তামাশা করছে। ছাত্রদলকে নিয়ে যে অবৈধ প্রেস রিলিজ দেয়া হয়েছে তা আমরা মানিনা। অবিলম্বে আমরা এই অবৈধ প্রেস রিলিজ প্রত্যাহার ও ধারাবাহিক কমিটির দাবি জানাচ্ছি।

এর আগে বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।

পরে ওইদিন রাতে দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন আন্দোলনতরা। পরবর্তীতে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণে তারাও পুনরায় আশ্বাস দেন আন্দোলনকারীদের।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর