thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রাসেল আমাকে দেখলে লজ্জা পায়: মোস্তাফিজ

২০১৯ জুন ১৮ ১২:৩৮:২৩
রাসেল আমাকে দেখলে লজ্জা পায়: মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক হয়ে আবির্ভাব সাতক্ষীরার মোস্তাফিজুর রহমানের। এই বিস্ময় বালকের বোলিং পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছে। ১৫৯ রানে ৩ উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের ইনিংস বড় হচ্ছিল মূলত শাই হোপের সঙ্গে হার্ডহিটার শিমরন হেটমায়ারের চতুর্থ উইকেট জুটির কল্যাণে। ইনিংসের ৪০তম ওভারে ক্যারিবিয়ান এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখতে ভূমিকা রেখেছেন মোস্তাফিজ।

৪০তম ওভারের তৃতীয় বলে হেটমায়ারকে স্লোয়ারের সাহায্যে তামিমের তালুবন্দি করান তিনি। পঞ্চম উইকেটে শাই হোপকে সঙ্গ দিতে আসেন বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ওই ওভারের শেষ বলে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকেও। ৪৭তম ওভারে তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন শাই হোপের উইকেট। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে মোস্তাফিজ দলের জয়ে ভূমিকা রেখেছেন প্রভাবকের মতো।

ম্যাচ শেষে স্বল্পভাষী মোস্তাফিজ মিক্সড জোনে এলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। আন্দ্রে রাসেলকে আউট করলেন, কেমন লাগছে? প্রশ্ন শেষ না হতেই মোস্তাফিজের উত্তর, ‘শুধু এবারই না। রাসেলকে আমি অনেকবার আউট করেছি। সে আমাকে দেখলে লজ্জা পায়। আমি সেটাই কাজে লাগিয়েছি।’

ম্যাচে নামার আগে মাইন্ডসেট কী ছিল? এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজের উত্তর, ‘ওই সময় তো সবাই ঘাবড়ানো শুরু করেছিল। আমাকে ওই সময় বোলিং দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

গত কয়েক ম্যাচ ধরে আগের মোস্তাফিজকে পাওয়া যাচ্ছে না। তাই কাটার মাস্টারকে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। মোস্তাফিজ অবশ্য তা স্বাভাবিকভাবেই দেখেন। কারো কথায় কিছু মনে করেন না, ‘কে কী বললো ওটা দেখার দরকার নেই। আমি নিজে ঠিক থাকলেই তো হয়।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর