thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

যাচ্ছেন তাসকিন আসছেন ওম

২০১৯ জুন ১৮ ১৬:২৩:৫০
যাচ্ছেন তাসকিন আসছেন ওম

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের সিনেমা হলে অনেক বিদেশি ছবিই দেখেছেন দর্শক। এসব ছবি মুক্তি পেয়েছে সাফটা চুক্তির মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সিনেমা ‘ভোকাট্টা’। এই ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে ‘বয়ফ্রেন্ড’। ওপারের দর্শক দেখবেন তাসকিন ও সৌমির ছবিটি। তাদের ছবির বিনিময়ে দেশের দর্শক দেখবেন ওম ও এলিনাকে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, শাপলা মিডিয়া আমদানি করছে ‘ভোকাট্টা’ সিনেমাটি। গত ৩ জুন, তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতিও পেয়েছে। অন্যদিকে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ কলকাতায় মুক্তি দিচ্ছে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি।

‘ভোকাট্টা’ সিনেমা পরিচালনা করেছেন উড়িষ্যার পরিচালক রমেশ রাট। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ওম এবং এলিনা। এটি বাংলাদেশে মুক্তি পাবে ২১ জুন।

আগামী ২৮ জুন কলকাতায় মুক্তি পাবে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান ও সৌমি। চলতি বছরের ১ বৈশাখ দেশের ৯৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

উল্লেখ্য, সর্বশেষ গত ৪ জানুয়ারি জয়া আহসান অভিনীত ‘বির্সজন’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর