thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রেস্টুরেন্টে ঝগড়াঝাঁটি করেছেন আফগানরা!

২০১৯ জুন ১৯ ১০:৫৫:২১
রেস্টুরেন্টে ঝগড়াঝাঁটি করেছেন আফগানরা!

দ্য রিপোর্ট ডেস্ক: সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না আফগানিস্তানের। বিশ্বকাপে একের পর এক অসহায় আত্মসমর্পণ করে চলেছে দেলটি। এরমধ্যে বিতর্কও সঙ্গী হল তাদের। সোমবার রেস্টুরেন্টে ভক্তের সঙ্গে ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়েছেন আফগানদের কয়েকজন খেলোয়াড়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ পর্যন্ত ডাকতে হয় বলে জানিয়েছে বিবিসি।

ঘটনা ইংল্যান্ড ম্যাচের আগের রাতের। বিবিসি বলছে, ম্যানচেস্টারে একটি রেস্টুরেন্টে আফগানিস্তানের কয়েকজন খেলোয়াড়ের ছবি তোলেন সমর্থকরা। যাতে আপত্তি জানান ওই খেলোয়াড়রা। সেটি নিয়েই বাদানুবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ।

ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, স্থানীয় আকবর রেস্টুরেন্টে সোমবার রাত আনুমানিক সোয়া ১১টায় ঘটনাটি ঘটে। কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে।

মঙ্গলবার নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৫০ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। টানা পঞ্চম হারে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে রশিদ-নবিদের।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর