thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

টাঙ্গাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোর নিহত

২০১৯ জুন ২০ ২০:৪০:১৬
টাঙ্গাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোর নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে ফুটবল খেলার সময় বজ্র্রপাতে আশরাফ নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাইকানীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ (১৬) ওই গ্রামের আরফান আলীর ছেলে।

নিহতের মামী মল্লিকা আক্তার বলেন, দুপুরে বাড়ির পাশে কয়েকজন যুবক মিলে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে দুইজন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় নাছির (১৫) নামের এক কিশোরকে হাসপাতালে ভর্তি রয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর