thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অ্যান্ডি রবার্টসের কাছে মাশরাফি এখনও ‘কৌশিক’

২০১৯ জুন ২১ ১৭:৪২:৫৬
অ্যান্ডি রবার্টসের কাছে মাশরাফি এখনও ‘কৌশিক’

দ্য রিপোর্ট ডেস্ক: আগে মাঝে-মধ্যে কথা হতো। এরপর দীর্ঘ বিরতি। সম্প্রতি বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছ থেকে মাশরাফি মুর্তজার ফোন নম্বর নিয়েছেন অ্যান্ডি রবার্টস। এই সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলারের টিপস এখনও পান মাশরাফি। ফোন নম্বর পেয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেন অ্যান্ডি।

ম্যাশকে তিনি বলেন, ‘তোমার সবকিছুই ঠিক আছে। সবারই একেকটা সময় একেকরকম যায়।’ অ্যান্ডি মাশরাফিকে খেলায় মনোযোগ দিতে বলেন। সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

মাশরাফি জানান, এতটা বছর যেভাবে সবসময় ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড তাকে মন দিয়ে খেলার পরামর্শ দিয়েছেন, এতদিন পরও তার কাছ থেকে সেই একই পরামর্শ পেয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ককে প্রশ্ন করা হয়, অ্যান্ডি রবার্টসের ফোন পেয়ে আপনি কী অবাক হয়েছিলেন? মাশরাফির উত্তর, ‘অবশ্যই আমি অবাক হয়েছি। তার বয়স হয়েছে। এখনও খেলা দেখেন। এখনও তিনি আমার ডাক নাম ‘কৌশিক’ বলে আমাকে ডাকেন।’ মাশরাফি যোগ করেন, ‘যারা ক্রিকেটের অকৃত্রিম অনুরাগী, শুধু তারাই জানেন অ্যান্ডি রবার্টস কে। তার ঈর্ষণীয় রেকর্ডও তাদের জানা। আমরা ক্রিকেটাররাও তাকে ভালোভাবে জানি।’

বাংলাদেশ অধিনায়ক বলে যান, ‘অ্যান্ডি একজন মহান ক্রিকেটার। একবারই শুধু তিনি আমাকে শেখাননি। সবসময় তিনি খবর রাখেন। তার মতো একজন মহান খেলোয়াড় আমার খবর রাখেন, আমার জন্য এটা অনেক বড় অর্জন।’ স্মৃতিচারণায় ডুব দেন মাশরাফি, ‘অ্যান্ডির সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্ত ভুলতে পারি না। তিনি যখন প্রথম ২০০১ সালে বাংলাদেশে আসেন, আমি বাংলাদেশের সেসময়ের এবং ভবিষ্যতের পেসারদের সঙ্গে ছিলাম। আমরা শুধু তাকিয়ে থাকতাম তার দিকে। তাকে খেলতে দেখিনি। ইউটিউবে তার খেলা দেখি এরপর। দেখি তিনি একজন গ্রেট ফাস্ট বোলার। তার কাছে পেস বোলিং শেখাটা দারুণ এক অভিজ্ঞতা।’

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর