thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হারের পরও প্রশংসায় ভাসছে টাইগাররা

২০১৯ জুন ২১ ১৮:৫৪:৪০
হারের পরও প্রশংসায় ভাসছে টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপে সেমিফাইনালের পথটা মসৃণ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের জন্যে। কিন্তু নিজেদের রেকর্ড সংগ্রহ গড়েও ক্যাঙারুদের কাছে ৪৮ রানে হারতে হয়েছে টাইগারদের। তাই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে অনেক সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে মাশরাফি বিন মর্তুজার দলকে।

তবে অসিদের বিপক্ষে হারলেও ক্রিকেট বোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। কেননা ৩৮১ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে বীরের মতোই লড়াই করেছেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে টাইগারদের এই লড়াকু মানসিকতা নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশ-বিদেশের ভক্তরা।

ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, ‘রান তাড়ায় লড়াকু মানসিকতা দেখাল বাংলাদেশ। অনেক রান দিয়ে ফেলেছিল তবে এটা নিয়ে গর্ববোধ করতে পারে তারা। যদিও অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী ছিল।’

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপ লেখেন, ‘গত দুই বছর ধরে বাংলাদেশ দলের লড়াইটা আমি সত্যিই খুব উপভোগ করছি। মোস্তাফিজ এবং সাইফউদ্দিনকে সাহায্য করার জন্য যদি এক জোড়া ভালো পেসার আবিষ্কার এবং তার উন্নতি করতে পারে, তাহলে অসধারণ একটা দলে পরিণত হবে তারা। এক্ষেত্রে তারা ভারতের মডেলকে অনুসরণ করতে পারে।’

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার টুইটারে টাইগারদের প্রশংসা করে লেখেন, ‘আবারো লড়াকু মানসিকতা দেখা গেল বাংলাদেশের কাছ থেকে। শেষের কয়েক ওভারে তারা অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, নইলে ম্যাচটা বেশির ভাগ তাদের হাতেই ছিল। বড় রান তারা যেভাবে তাড়া করে গেছে তা থেকে শিক্ষা নেয়া গেল।’

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর