thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

২০১৯ জুন ২২ ১৩:০১:৪৯
কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বক্রম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৮টার দিকে ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউটিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা।

তিনি বলেন, কারখানার ভিতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোন হতাহতের খবর আমরা পাইনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন লাগার পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল। তারপর এক এক করে সাতটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি বলেন, তুলা, সুতা ও বক্রমের আগুনের ধোঁয়া কমে আসলে আমরা ভিতরে প্রবেশ করব। এর আগে হতাহতের কথা বলা যাচ্ছে না। এছাড়া আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে ওই কর্মকর্তা জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর