thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

শ্রীমঙ্গলে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার

২০১৯ জুন ২২ ২০:২২:৩৪
শ্রীমঙ্গলে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ও একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চা শ্রমিক মকুল মৃধার বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

অজগরটি উদ্ধার প্রসঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, অজগরটি ক্ষুধার্ত থাকায় বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসে বসতঘরে ঢুকে পড়েছে। বনে খাবারের তীব্র সঙ্কট থাকায় প্রায়ই খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে।

তিনি আরও বলেন, আমরা এটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে খাবারের ব্যবস্থা করেছি। এটি পুরোপুরি সুস্থ করে তোলার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এদিকে একই দিন রাতে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার সুকুমার রায়ের বাড়ি থেকে একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর