thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কাতারকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

২০১৯ জুন ২৪ ০৮:৩০:৩৭
কাতারকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

দ্য রিপোর্ট ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। কাতারকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। ১৪ বারের চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেছেন লাউতারো মার্টিনেজ ও সার্জিও আগুয়েরো।

ম্যাচের প্রথম দিকেই এশিয়ার দলটি বড় এক ভুল করে বসে। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। চার মিনিটের মাথায় গোল করে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

পুরো ম্যাচ জুড়েই বেশ কয়েকটি গোল মিস করেছেন আগুয়েরো। যদিও ম্যাচের শেষ দিকে এসে দুর্দান্ত এক গোলে দলকে ২-০তে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ৮৪তম মিনিটে গিওভানি লো সেলসোর বাড়ানো বলটি পেয়ে অসাধারণ এক গোল করেন ৩১ বছর বয়সী আগুয়েরো।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই লড়াইয়ের শেষ আটে জায়গা করে নেয় আর্জেন্টাইনরা।
আগামী ২৯ জুন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর