thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মুনাফার শীর্ষে রেনেটা, প্রবৃদ্ধিতে ওয়াটা কেমিক্যাল

২০১৯ জুন ২৪ ১৩:১৫:১৪
মুনাফার শীর্ষে রেনেটা, প্রবৃদ্ধিতে ওয়াটা কেমিক্যাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে শেয়ার প্রতি মুনাফার (ইপিএস) দিক থেকে শীর্ষে রয়েছে রেনেটা। আর মুনাফার প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে রয়েছে ওয়াটা কেমিক্যাল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, বহুজাতিক কোম্পানি এবং মিচ্যুায়াল ফান্ড বাদে পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানির সংখ্যা ২১৪টি। এর মধ্যে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০১৮-মার্চ’২০১৯) মুনাফায় রয়েছে ১৭৬টি কোম্পানি। বাকি ৩৮টি কোম্পানি লোকসানে রয়েছে।

মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রেনেটার শেয়ার প্রতি মুনাফা সব থেকে বেশি। চলতি হিসাব বছরের নয় মাসে এ কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৩১ টাকা ৮৮ পয়সা। তবে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা প্রবৃদ্ধি খুব একটা বেশি না। আগের বছরের তুলনায় রেনেটার মুনাফা প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৭৭ শতাংশ।

বছরের পর বছর ধরে ভালো মুনাফা করা রেনেটা নিয়মিত শেয়ারহোল্ডারদের মোটা অংকের লভ্যাংশ দিয়ে আসছে। গত বছর প্রতিষ্ঠানটি শেয়ার মালিকদের ১১০ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে নগদ ৯৫ শতাংশ এবং বোনাস শেয়ার ১৫ শতাংশ।

এদিকে গত বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে মুনাফার প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে ওয়াটা কেমিক্যাল। কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে ১৮৩ দশমিক ৫৫ শতাংশ। মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হওয়ায় কোম্পানিটির চলতি হিসাব বছরে শেয়ার প্রতি মুনাফার দিক থেকে শীর্ষ থাকা ১০টি কোম্পানির তালিকাতেও স্থান করে নিয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৮ টাকা ৪৫ পয়সা। বেশ ভালো মুনাফা করার পাশাপাশি ওয়াটা কেমিক্যাল শেয়ারহোল্ডারদের মোটা অংকের লভ্যাংশ দিচ্ছে। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ বোনাস শেয়ার ছিল।

এদিকে চলতি হিসাব বছরের (২০১৮-১৯) প্রথম নয় মাসে মুনাফায় শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। কোম্পানিটি চলতি হিসাব বছরেও মোটা অংকের মুনাফায় আছে। ২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২১ টাকা ৫৩ পয়সা। গত বছরের তুলনায় মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৮১ শতাংশ।

চলতি হিসাব বছরে মুনাফার দিক থেকে শীর্ষ ১০ তালিকায় স্থান করে নেয়া বাকি কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, ফার্মা এইড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টি এবং অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

পদ্মা ওয়েল : পদ্মা ওয়েল চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে শেয়ারপ্র তি মুনাফা করেছে ১৯ টাকা ৭২ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

যমুনা ওয়েল : চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে যমুনা ওয়েল শেয়ার প্রতি মুনাফা করেছে ১৫ টাকা ৭৭ পয়সা। তবে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে। আগের হিসাব বছরের তুলনায় মুনাফা কম হয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ফার্মা এইড : চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে ফার্মা এইড শেয়ার প্রতি মুনাফা করেছে ১৩ টাকা ৪৬ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ইউনাইটেড পাওয়ার : চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে ইউনাইটেড পাওয়ার শেয়ার প্রতি মুনাফা করেছে ১২ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫৩ দশমিক ১৫ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে নগদ ৯০ শতাংশ এবং ২০ শতাংশ বোনাস শেয়ার।

স্কয়ার ফার্মা : চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে স্কয়ার ফার্মা শেয়ার প্রতি মুনাফা করেছে ১১ টাকা ৯৩ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে দশমিক ৫০ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪৩ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে নগদ ৩৬ শতাংশ এবং ৭ বোনাস শেয়ার।

ন্যাশনাল টি : চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে ন্যাশনাল টি শেয়ার প্রতি মুনাফা করেছে ৯ টাকা ৬৭ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ১ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

অ্যাপেক্স ফুটওয়ার : চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে অ্যাপেক্স ফুটওয়ার শেয়ার প্রতি মুনাফা করেছে ৮ টাকা ৩৩ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে ২৭ দশমিক শূন্য ১ শতাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর