thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

আফগান শিবিরে প্রথম ধাক্কা সাকিবের

২০১৯ জুন ২৪ ২০:৪৬:৪৫
আফগান শিবিরে প্রথম ধাক্কা সাকিবের

দ্য রিপোর্ট ডেস্ক : সাউদাম্পটনের উইকেট অনুযায়ী বাংলাদেশের ২৬২ রান ভালো সংগ্রহ। স্পিন দিয়ে এই রান বাংলাদেশ আটকাতে পারবে বলেই আত্মবিশ্বাসী ভক্তরা। তবে মাশরাফি প্রথম ১০ ওভার পেস বোলার দিয়েই শেষ করলেন। আফগান ইনিংসের ১১তম ওভারে আক্রমণে আনলেন সাকিবকে। তিনি বল হাতে নিয়েই তুলে নিলেন উইকেট।

আফগানিস্তান ১২ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান। ওপেনার রহমত শাহ ২৪ রান করে আউট হয়েছেন। তিনি আউট হলে ক্রিজে আসেন হাসমতউল্লাহ শাহেদি। সঙ্গে আছেন অধিনায়ক গুলবাদিন নাঈব।

এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করায়। মুশফিক দলের হয়ে ৮৩ রান করেন। সাকিব আল হাসান খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া তামিমের ৩৬, মোসাদ্দেকের ৩৫ এবং মাহমুদুল্লাহর ২৭ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। এখন বল হাতে মিরাজ-সাকিবদের এই রান যথেষ্ঠ প্রমাণের পালা।


(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর