thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারদেশের রেল যোগাযোগ চালু

২০১৯ জুন ২৪ ২৩:৩৯:১৩
২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারদেশের রেল যোগাযোগ চালু

সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় বন্ধ থাকার ২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। সোমবার রাতে ‘উদয়ন এক্সপ্রেস’ চট্টগ্রা‌মের উ‌দ্দে‌শে সি‌লেট ছে‌ড়ে‌ছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার (ভারপ্রাপ্ত) আবু রাসেল জানান, উপবনের দুর্ঘটনা কবলিত পাঁচটি বগি উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাইন মেরামত শেষ হয়। লাইন পরীক্ষা শেষে রাত সাড়ে ৯টায় সিলেট থেকে ‘উদয়ন এক্সপ্রেস’ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এর পরের নির্ধারিত ট্রেনগুলো সময়মতো ছাড়বে।

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস রোববার রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর