thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১,  ১৯ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

২০১৯ জুন ২৬ ০৮:৪২:৩৫
চট্টগ্রামে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ডাক বাংলো মোড়ে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১২জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি হাইস মাইক্রোবাস চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় দিকে যাচ্ছিল। গাড়িতে পরিবারের সদস্যরা ছিল। বহনকারী গাড়িটি পটিয়া পৌরসভার কাছে পৌঁছালে পথিমধ্যে একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের স্তূপে আঘাত করে। গাড়ির সিলিন্ডার ফুটো হয়ে বিস্ফোরিত হয়।

আহতদের নাম- আবদুল আলম, আবুল কালাম, জহির, আরিফ, তৌহিদুল ইসলাম, ইদ্রিস মিয়া, লোকমান মিয়া, হেলাল, বেলাল, মো. জাহাঙ্গীর, মামুন ও আবির।

তিনি আরও জানান, বার্ন ইউনিটে ভর্তি হওয়া প্রায় সবার অবস্থা গুরুতর। চিকিৎসা চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

চট্টগ্রাম এর সর্বশেষ খবর

চট্টগ্রাম - এর সব খবর