thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

নারায়ণগঞ্জে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার

২০১৯ জুন ২৬ ১৫:০০:৫৮
নারায়ণগঞ্জে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে কর্তব্যে অবহেলার অভিযোগে এক ইন্সপেক্টরসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে জেলা পুলিশ সুপার হারুন উর রশিদ এ আদেশ দেন ।

জেলা পুলিশের প্রেস উইং সাজ্জাদ রুমন জানান, সোমবার সকালে জেলা পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিভাগের পুলিশকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। দায়িত্ব পালনে সদর থানার ইন্সপেক্টর (পরিদর্শক) জয়নাল আবেদীন, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর, এসআই মাহফুজ, কনস্টেবল রুহুল আমিন, মাসুদরানা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। শাস্তিমূলক ব্যবস্থায় তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর