thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২০১৯ জুন ২৬ ১৯:১৩:৫১
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
ঢাকার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় মো. রফিকুল ইসলাম, রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে মোহাম্মদ মোত্তালেবুল হক, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নে সন্তোষ কুমার রায়, কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের এ কে এম ফারুক, উথরাইল ইউনিয়নের আশরাফুল ইসলাম, লালমনিরহাট আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে অনন্ত কুমার বর্মণ, কুড়িগ্রাম রাজারহাট চাকিরপশার ইউনিয়নে মো. আব্দুস ছালাম, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মো. ফজলে রাব্বী, গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে মো. রেজওয়ানুর রহমান, রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নে মো. আশরাফ খান, জিউপাড়া ইউনিয়নে মোছা. হোসনে আরা, তানোর উপজেলার কলমা ইউনিয়নে মো. মাইনুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে মো. তাজুল ইসলাম, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন মো. সেকেন্দার আলী, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে মো. এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নে মো. আব্দুর রহিম বিশ্বাস, নাটোর লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে মো. ইমদাদুল হক, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে মো. লিখন, খুলনা ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে কাজী আলমগীর হোসেন, কয়রা ইউনিয়নে মেহেদি হাসান।

যশোর বাঘারপাড়া রায়পুর ইউনিয়নে মোহাম্মদ মনজুর রশীদ স্বপন, কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে গোলাম সারওয়ার, মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নে হাসনা হেনা, বাগেরহাট চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নে শ্রীমতি অর্চনা দেবী বড়াল ঝর্ণা, মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে মোহাম্মদ আলীম হাওলাদার, ফকিরহাট উপজেলা বেতাগা ইউনিয়নে মোহাম্মদ ইউনুস আলী শেখ, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলা ইউনিয়নে শেখ মাহবুবুর রহমান, আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আবু সাঈদ ঢালী, ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলা কাপাস হাটিয়া ইউনিয়নে শরাফত, কুষ্টিয়া পোড়াদহ ইউনিয়নে মো. আনোয়ারুজ্জামান বিশ্বাস, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে মো. রবিউল ইসলাম।

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নে মো. রুহুল আমিন অসীম, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে কাজী রফিকুল ইসলাম, বেতাগী উপজেলা হোসনাবাদ ইউনিয়নে মো. খলিলুর রহমান খান, আমতলী উপজেলার আমতলী ইউনিয়নে মো. জাহিদুল ইসলাম, গৌরিচন্না সদর ইউনিয়নে মো. আব্দুল কুদ্দুস খান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগায় মো. মাহমুদ হাসান, ঝালকাঠি নলছিটি উপজেলার বাচনমহল ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম সেলিম মোল্লা।

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে অধ্যাপক মো. মিজানুর রহমান মিজান, কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নে মোহাম্মদ লাট মিয়া, টাঙ্গাইল নাগরপুর উপজেলার নাগরপুর ইউনিয়নে কে এম কামরুজ্জামান মনি, গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মোহাম্মদ আজিজুল হক, নরসিংদির রায়পুর উপজেলার রাধানগর ইউনিয়নে মির্জা শেফায়েত উল্লাহ, কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে মো. কাজল ইসলাম, রাজবাড়ী গোয়ালন্দ ইউনিয়নে দেবগ্রামে হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়নে মোহাম্মদ নূরুল ইসলাম মন্ডল, ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে মো. এজিদুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে মোহাম্মদ আল আমিন, শেরপুর শ্রীবরদী উপজেলার খড়িকাচর ইউনিয়নে দুলাল মিয়া, সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীর গাঁও ইউনিয়নে আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার সাদাত, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নে মো. আব্দুল মন্নান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে মো. হযরত আলী, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে মোহাম্মদ সায়েম পাঠান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে জয় কুমার দাস, চুনারুঘাট উপজেলার চুনারুঘাট ইউনিয়নে রইছ উল্লা মিয়া, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে সামসু মিয়া।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়নে মোহাম্মদ সিরাজ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিয়নে শেখ ওমর ফারুক, কসবা উপজেলার কুটি ইউনিয়নে সাইদুর রহমান, লহ্মীপুর জেলার রামগতি উপজেলায় বড়খেরী ইউনিয়নে মোহাম্মদ হাসান মাকসুদ, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে মোহাম্মদ নাসির উদ্দিন খান, কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে মোহাম্মদ আহসান উল্লাহ, উত্তর জয়পুর ইউনিয়নে মিজানুর রহমান চৌধুরী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দনি ইউনিয়নে সাইফুল আলম, কক্সবাজার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে আবুল কালাম, টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নে রাশেদ মাহমুদ আলী, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গিয়াস উদ্দিন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা আলীকদম উপজেলার আলীকদম ইউনিয়নে মোহাম্মদ নাসির উদ্দিন ও রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় মাইনীমুখ ইউনিয়নে এ আব্দুল আলী।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর