thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পাকিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ৩

২০১৩ নভেম্বর ০৯ ২১:১৫:৪২
পাকিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ৩

দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের গুজরানওয়ালার ইমামবার্গায় বন্দুকধারীদের চালানো আলাদা দুটি হামলায় অন্তত তিনজন ধর্মীয় ব্যক্তি নিহত হয়েছেন। খবর ডননিউজের।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে মমিনপুরা এলাকার কোয়াসার-ই-আবু তালিব মসজিদে। শিয়া মুসলিমদের এ মসজিদের ইমাম মোহম্মদ ইউসুফ শনিবার ভোরে ফজরের নামাজে ইমামতি করেন। নামাজের পরপরই অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ইউসুফ ছাড়াও অন্য এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বন্দুকধারীরা ঐ মসজিদটির কাছে কোয়াসার-ই-জাইনাবিয়ার শাহরুখ কলোনিতে ঢুকে এলোপাতারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাইদ জাওয়াদ নামে আরেক ব্যক্তি।

পুলিশ জানায়, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে গুলি ছোঁড়ে। ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়।

শিয়া মুসলমানদের জাঁকজমকভাবে পালন করা আশুরার ঠিক ছয়দিন আগে এ ঘটনা ঘটলো।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর