thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

 গাজীপুরে ৪ দিনে চার শিশুর ধর্ষক পাকড়াও

২০১৯ জুন ২৮ ২০:০৪:৪১
 গাজীপুরে ৪ দিনে চার শিশুর ধর্ষক পাকড়াও

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫৫)।

জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি বনমালা টেকপাড়া এলাকায় মুদির দোকান করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষক জসিম উদ্দিন বৃহস্পতিবার বিকেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা তাকে বনমালা এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণকারী জসিম জানায়, মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে চার শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে বনমালা থেকে আটক করে পুলিশে খবর দেয়। ধর্ষিত শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর