thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

২০১৯ জুন ২৯ ১১:২০:৩৮
গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মা সাওয়ান বেগম (২২) ও ছেলে সাকিব (৮)।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা সাওয়ান বেগম ও ছেলে সাকিবের বাড়ি মুকুসুদপুরের ভাটপাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাওয়ান বেগম তার ছেলে সাকিবকে মুকসুদপুর কেজি স্কুলে নিয়ে যাচ্ছিলেন।

পথে সড়ক পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যপী মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর