thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

কিউইদের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া

২০১৯ জুন ৩০ ০২:৩৯:০৪
কিউইদের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ঐতিহ্যবাহী লডর্সে এদিন টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

২০১৫ বিশ্বকাপে এই দুই দল ছিল আয়োজক। শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। যদিও শিরোপার লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছিল অজিরা।

এবারের বিশ্বকাপে দল দুটি সেমিফাইনালের দৌড়ে রয়েছে এগিয়ে। জয় তুলে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকাটাই লক্ষ্য।
কিউদের হয়ে এদিন দুটি পরির্বন আনা হয়েছে। ওপেনার কলিন মুনরোর বদলে সুযোগ করে নিয়েছেন হেনরি নিকোলাস। পেসার ম্যাট হেনরির জায়গায় খেলছেন স্পিনার ইশ সোধি।
অন্যদিকে কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে অ্যারোন ফিঞ্চ নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোইনিস, অ্যালেক্স কেরে (উইকেট রক্ষক), জেসন বেহরেনড্রফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ও নাথান লায়ন।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেট-রক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর