thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

হেরেই গেল আফগানিস্তান!

২০১৯ জুন ২৯ ২৩:১৯:৫৭
হেরেই গেল আফগানিস্তান!

দ্য রিপোর্ট ডেস্ক : জোয়ার-ভাটার সময় থাকে। গিলে নেওয়া পানি সময় মতো আবার উগ্রে দেয় সমুদ্র। কিন্তু পাকিস্তান কখন হারে কখন জেতে বলা দুষ্কর। পাকিস্তানের ওই কাতারে আফগানিস্তানের নামও যোগ করা যায়। জয়ের প্রান্তে গিয়ে কিংবা আশা দেখিয়ে হারতে তারাও কম পটু নয়। ভারতকে কাঁপিয়ে যেমন জিততে পারেনি। পাকিস্তানকে হারানোর প্রান্তে গিয়েও পারেনি। আফগানরা হেরেছে ৩ উইকেটে। নার্ভ শক্ত করে তুলে নেওয়া এই জয়ে সেমিফাইনালের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল পাকিস্তান।

আফগানদের হারের ময়নাতদন্ত করলে অবশ্য বেশ কিছু কারণ বেরিয়ে আসবে। বড় আসরে দম ধরে রেখে, মাথা খাটিয়ে জয়ের অভ্যাস না থাকাও সামনে আসবে। তবে আফগান অধিনায়ক গুলবাদিন নাঈব যে অধিনায়ক হিসেবে পক্ক নন সেটাও ঠিকরে বেরোবে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তার করা দুই ওভারেই ম্যাচ হাতছাড়া করে বসে আফগানরা। অথচ হাতে থাকা সেরা অস্ত্র রশিদ খান-মুজিব উরদের সময় মতো ব্যবহার করেননি তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর