thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

ঝিনাইদহে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

২০১৯ জুন ৩০ ১৩:১১:২০
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আমিনুল ইসলাম (২২) উপজেলা শহরের চাঁচড়া এলাকার ঝন্টু মিয়ার ছেলে।

রোববার সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, আমিনুল শহরের একটি সোনার দোকারে কাজ করতেন। বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর