thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

পুলিশের চাকরি হারালেন রিফাত হত্যার পরিকল্পনাকারী

২০১৯ জুন ৩০ ১৩:৩৫:১৬
পুলিশের চাকরি হারালেন রিফাত হত্যার পরিকল্পনাকারী

বরগুনা প্রতিনিধি: নয়ন বন্ড ফেসবুক গ্রুপের ০০৭-এ কথোপকথনের ভিত্তিতে রিফাত হত্যার পরিকল্পনাকারী সাগর নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই স্ক্রিনশট নিয়ে আরটিভিতে আগেই সংবাদ প্রচারিত হয়েছে।

সাগর বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টারের ছেলে। বর্তমানে তারা বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা পাড় সড়কের বাসিন্দা।
রিফাত হত্যার পরিকল্পনা নিয়ে মেসেঞ্জার গ্রুপ ০০৭-এর কথোপকথনের ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায়, রিফাত শরীফ হত্যাকাণ্ডের দিন বুধবার সকাল আটটা ছয় মিনিটে রিফাত হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজী গ্রুপে লেখেন ০০৭ এর সবাইকে কলেজে দেখতে চাই। এর উত্তরে মোহাম্মাদ নামে একজন লেখেন, কয়টায়। নয়ন ফরাজির লেখা ০০৭ এর সবাইকে কলেজে দেখতে চাই-এর উত্তরে বরগুনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ মো. সাগর সম্মতিজ্ঞাপনসূচক এবং বিজয়ের প্রতীক ভি সিম্বল দিয়ে উত্তর দেন। এরপর মোহাম্মাদ আবার রিফাত ফরাজীকে ম্যানশন করে লেখেন কয়টায় ভাই। এরপর রিফাত ফরাজী উত্তর দেন নয়টার দিকে।

মো. সাগরের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার রোল নম্বর ১০৮। পিরোজপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেয়াজ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান এবং বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন স্বাক্ষরিত বরগুনায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নামের মেধা তালিকায় ৪০ নম্বর পেয়ে ১৮তম স্থান অধিকার করেছিল সাগর।
বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বরিশাল এর সর্বশেষ খবর

বরিশাল - এর সব খবর