thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির বিশ্বরেকর্ড

২০১৯ জুন ৩০ ১৭:৩২:২৯
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির বিশ্বরেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বিশ্বরেকর্ড গড়েছেন। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসের ৪৭ রানে ৪ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের লিডসে মাত্র ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কমবয়সী (১৯ বছর ৮৪দিন) ক্রিকেটার হিসেবে শাহিন আফ্রিদি ৪ চার উইকেট শিকারের রেকর্ড গড়েন।

এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের ক্রিকেটার জন বিলিং (২০ বছর ১৪০দিন) বাংলাদেশ দলের বিপক্ষে কমবয়সী ক্রিকেটার হিসেবে ৪ উইকেট শিকার করে ইতিহাস গড়েছিলেন।

দুই দশক পর জন বিলিংয়ের সেই রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি।

কম বয়সী বোলারদের মধ্যে এক ইনিংসে চার উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় পজিশনে আছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই তারকা পেসার (২০ বছর ২০১ দিন) নেদারল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের বিশ্বকাপে চার উইকেট শিকার করেছিলেন।

এই তালিকায় ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং আছেন চার নম্বর পজিশনে। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে (২১ বছর ৭৩দিন) চার উইকেট শিকার করেছেন।

তবে পাঁচ নম্বর পজিশনে আছেন বাংলাদেশ দলের তারকা পেসার শফিউল ইসলাম। তিনি ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে (২১ বছর ১৪২দিন) কমবয়সী ক্রিকেটার হিসেবে চার উইকেট শিকার করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর