thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পাকিস্তানকে ভোগাতে পারে বাংলাদেশ: আফ্রিদি

২০১৯ জুন ৩০ ১৮:৫৫:১১
পাকিস্তানকে ভোগাতে পারে বাংলাদেশ: আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক: আগামী ৫ জুলাই ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালে উঠার জন্য দু’দলের কাছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তাই তো বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে মাশরাফি-সাকিবদের হাল্কাভাবে নিতেও নিষেধ করেছেন সাবেক এই তারকা। বাংলাদেশ যে তাদের ভোগাতে পারে, সে ব্যাপারে আগেভাগেই সাবধান করে দিয়েছেন সরফরাজদের।

লর্ডসে ম্যাচের আগে শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তাই তাদের হাল্কা ভাবে নেওয়ার সুযোগ নেই। বরং এই ম্যাচে তারা পাকিস্তানকে ভোগাতে পারে। কঠিন একটা ম্যাচ হবে।’

পাকিস্তানের পরের ম্যাচের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক এই অল রাউন্ডারের। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে সরফরাজ-ইমাদ ওয়াসিমরা। তার মন্তব্য, ‘খেলোয়াড়দের উচিত নিজেদের খেলার দিকে দৃষ্টি দেওয়া। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যায়। এই জন্য তাদের উচিত ইতিবাচক ক্রিকেট খেলা এবং নিজেদের শক্তিমত্তা দেখানো।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর