thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিশ্বরেকর্ডের সামনে সাকিব মুশফিক ও তামিম

২০১৯ জুলাই ০১ ১২:০৯:২৩
বিশ্বরেকর্ডের সামনে সাকিব মুশফিক ও তামিম

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপে টানা ম্যাচ খেলার দিক দিয়ে অনন্য বিশ্বরেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিরত্ন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আগামীকাল ২ জুলাই বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে একসঙ্গে খেলতে নামলেই বিশ্বকাপ ইতিহাসে টানা ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়বেন তারা।

২০০৭ বিশ্বকাপ থেকে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পর্যন্ত একসঙ্গে ২৭টি ম্যাচ খেলেছেন সাকিব, মুশফিক ও তামিম। বর্তমানে এ বিশ্বরেকর্ড নিজেদের দখলে রেখেছেন শ্রীলংকার ক্রিকেটাররা।

সাকিব, মুশফিক ও তামিমের মতোই বিশ্বমঞ্চে টানা ২৭টি করে ম্যাচ খেলেছেন লংকান ক্রিকেটাররা। ১৯৯৬ বিশ্বকাপ থেকে ২০০৭ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একসঙ্গে খেলেছেন সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস।

এ ছাড়া ২০০৭ বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একসঙ্গে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশান। তাই ক্রিকেটের সর্বোচ্চ আসরে লংকার ক্রিকেটারদের টানা ২৭টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সাকিব, মুশফিক ও তামিম।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর