thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

২০১৯ জুলাই ০১ ১৭:২৩:১৭
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় এক বছর পর ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার পিএসসি বিশেষ সভা শেষে এই ফলাফল প্রকাশ করে। এতে পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন।

লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে সময় বেশি লাগার কারণ জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি সাংবাদিকদের বলেন, এবারই প্রথমবারের মতো প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের পর তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে।

তিনি বলেন, মৌখিক পরীক্ষা ২৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন আরও ১৩৬জন বেশি নিয়োগ পাবেন। যার ফলে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর