thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আশা জাগিয়ে ফের হারল ওয়েস্ট ইন্ডিজ

২০১৯ জুলাই ০২ ০০:৩০:২২
আশা জাগিয়ে ফের হারল ওয়েস্ট ইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেট নিয়ে ক্যারিবিয়ানদের প্রথম সিনেমা ‘হিট ফর সিক্স’। ছক্কা মারতে ক্যারিবিয়ানরাই সম্ভবত বেশি পটু। যদিও সিনেমাটা ছক্কা মারা নিয়ে তৈরি নয়। ফিক্সিংয়ে অভিযুক্ত এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লড়াই নিয়ে করা। ইংল্যান্ড বিশ্বকাপ ছিল ধসের পথে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ‘হিট ফর সিক্সের’ মতো। কিন্তু সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি।

শেষ দিকে কার্লোস ব্রাথওয়েট নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেও ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি। পারলে সেমির লড়াইয়ে থাকত তারা। সোমবার রিভারসাইড গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে দলের বিপদের সময় ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নিকোলাস পুরান। কিন্তু ম্যাথুসের ওভারটায় তিনি খেই হারান। তার দল হারে ২৩ রানে।

সোমবার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিং উইকেটে কি মনে করে জেসন হোল্ডার ফিল্ডিং নিলেন তিনিই ভালো বলতে পারবেন। ব্যাট হাতে শ্রীলংকা সোনালি যুগের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়। তোলে ৩৩৮ রান।

ওপেনিং জুটিতে তারা তোলে ৯৩ রান। এরপর ১০৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ওপেনার দিমুথ করুনারত্নে ফিরে যান ৩২ রান করে। দারুণ খেলা কুশল পেরেরা রান আউট হন ৬৪ করে। এরপর আভিস্কা ফার্নান্দো ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। কুশল মেন্ডিসের সঙ্গে তিনি গড়েন ৮৫ রানের জুটি। কুশল মেন্ডিস আউট হন ৩৯ রান করে। শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথুস ২৬ এবং লাহিরু থিরিমান্নে ৪৫ রান করলে বড় সংগ্রহ পায় শ্রীলংকা।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর