thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাংলাদেশ-ভারত ম্যাচ: আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

২০১৯ জুলাই ০২ ১৩:৪৬:৫২
বাংলাদেশ-ভারত ম্যাচ: আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপের দ্বাদশ আসরে ৬টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কথা। ইতিমধ্যে ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে ঘুরে ফিরে উঠছে সেখানকার আবহাওয়া প্রসঙ্গ। ক্রিকেটপ্রেমীদের শংকা, সম্ভাব্য পণ্ড হওয়ার খাতায় থাকা বাকি দুই ম্যাচের আবার একটি হয়ে যাবে না তো এটি।

তাদের জন্য সুখবর, দুই প্রতিবেশির লড়াই ভেস্তে যাওয়ার লেশমাত্র শংকা নেই। অবশ্য কোনো দলই সেটা চায় না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। আকাশের ৪৫ শতাংশ মেঘে ঢাকা থাকবে। খেলার শুরুতে আর্দ্রতা থাকবে ৬০ ডিগ্রি সেলসিয়াস। পরে ধীরে ধীরে হ্রাস পেয়ে ৫০ ডিগ্রিতে গিয়ে ঠেকবে। তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা-ফেরা করবে। সর্বোপরি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ৩১ রানে হেরেছে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারত। এ ম্যাচ ছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কোহলি বাহিনী। বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ওরা।

শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে আবার জয়ের বিকল্প নেই লাল-সবুজ জার্সিধারীদের। ৭ খেলায় ৩টি করে জয়-পরাজয় এবং ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা। ফলে দুই প্রতিবেশী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ক্রিকেটবোদ্ধারা। এবার আবহাওয়ার আভাস থেকেও পাওয়া গেল সুখবর।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর