thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশের ম্যাচ দেখতে আমেরিকা থেকে এজবাস্টনে তরুণ দম্পতি

২০১৯ জুলাই ০২ ১৫:৫৮:৪০
বাংলাদেশের ম্যাচ দেখতে আমেরিকা থেকে এজবাস্টনে তরুণ দম্পতি

দ্য রিপোর্ট ডেস্ক: ইংল্যান্ডের এজবাস্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে এখন দুই দেশের সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। ইতিমধ্যে ম্যাচের টস হয়ে গেছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

টাইগারদের খেলা দেখতে এজবাস্টনে বাংলাদেশি সমর্থকরা সকাল থেকেই গ্যালারি ভরিয়ে দিয়েছেন। ইংল্যান্ড বসবাসকারী বাংলাদেশিরাই নন, বাংলাদেশ থেকেও শত শত টাইগারভক্ত গেছেন এ ম্যাচটি দেখতে। এমনকি এজবাস্টন থেকে ৮৮০০ কিলোমিটার দূরের শহর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছুটে এসেছেন বাংলাদেশের এক দম্পতি।

রিয়াদ নামের এই যুবক সস্ত্রীক ইংল্যান্ড এসেছেন বাংলাদেশের দুটি ম্যাচ দেখতে। গ্যালারিতে প্রবেশের আগে রিয়াদ বলেন, ‘আমি ম্যাচ দুটির অনলাইনে টিকিট কিনেছি। প্রতিটি টিকিটের মূল্য ২০০ পাউন্ড করে।’

বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী আমেরিকা প্রবাসী রিয়াদ। বলেন, ‘আমরা আজ বাংলাদেশ-ভারতের ম্যাচ দেখবো। এ ছাড়া দেখবো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। আমাদের প্রত্যাশা আমরা জিতব এবং জিতে সেমিফাইনালে যাব। আমাদের সাকিবের ওপর অনেক প্রত্যাশা। সে টুর্নামেন্টে ভালো খেলেছে। আরো ভালো খেলুক। আমরা দল হিসেবে জিততে চাই।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর