thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ক্যাচ মিসের পর উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ

২০১৯ জুলাই ০২ ১৬:৫০:০৪
ক্যাচ মিসের পর উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: রোহিত শর্মাকে জীবন দেয়ার মাশুলই কি গুনছে বাংলাদেশ? ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারেই আউট হতে বসেছিলেন রোহিত। তামিম ইকবাল সহজ ক্যাচ ফেলে দেন।

তারপর থেকে দুই ওপেনার বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়ে যাচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটেই ৭৪ রান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বোলাররা শুরুটা তেমন খারাপ করেননি। বেশ দেখেশুনে খেলতে হয়েছে ভারতেরও।

এসেছিল সুযোগ। ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। মোস্তাফিজুর রহমানের শর্ট ডেলিভারিটি স্কয়ার লেগের দিকে উড়িয়ে মেরেছিলেন রোহিত শর্মা। দৌড়ে গিয়ে সেটি একদম হাতে পেয়ে যান তামিম। কিন্তু অবিশ্বাস্যভাবে ফেলে দেন।

১০ রানে জীবন পান রোহিত। সেই রোহিত এখন ৩৯ বলে ৪০ রানে ব্যাটিং করছেন। সঙ্গে লোকেশ রাহুল ৪০ বলে ৩০ রানে অপরাজিত।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর