thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

ছোট হারে টাইগারদের বড় স্বপ্ন শেষ

২০১৯ জুলাই ০২ ২৩:৪৩:৪০
ছোট হারে টাইগারদের বড় স্বপ্ন শেষ

দ্য রিপোর্ট ডেস্ক :মাথায় ওপর ৩১৫ রানের বড় লক্ষ্য। তবে বুঝে-শুনে খেললে এজবাস্টনে এই রান তাড়া করা অসম্ভব ছিল না। বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং সৌম্য সরকার সাবধানী শুরুও করেন। এরপরই সেট হয়ে আউট হন তামিম। দল ভরসা খুঁজছিল সাকিব ও সৌম্যে। কিন্তু একপাশে সাকিবকে রেখে সৌম্য, মুশফিক, লিটন ও মোসাদ্দেক আউট হন। পরে সাইফউদ্দিন ব্যাট বেশ কিছু পথ পাড়ি দেয় বাংলাদেশ। হারে ২৮ রানে। এই হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো।

প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। জবাবে তামিম ইকবাল ফেরেন ২২ রান করে। সৌম্য সরকার ৩৩ রানে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সাকিবের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন মুশফিক। তিনি করেন ২৪ রান। সাকিব আল হাসান বিদায় নিয়েছেন ৬৬ রান করে। বাংলাদেশের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। তার আগে লিটন দাস ২২ রান করে আউট হন। এরপরই ফিরে যান মোসাদ্দেক।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর