thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এ হার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো: সাইফউদ্দিন

২০১৯ জুলাই ০৩ ১১:৪১:০৫
এ হার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো: সাইফউদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক: সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বাঁচামরার ম্যাচে ২৮ রানে হেরে সেমির দৌড় থেকে ছিটকে গেছেন টাইগাররা।

এমন হার দলের প্রতিটা সদস্যের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

মঙ্গলবার এজবাস্টনে ভারতের ছুড়ে দেয়া ৩১৪ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে তীরে প্রায় পৌঁছেই গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ২৮৬ রানে থেমে যায় লাল-সবুজ জার্সিধারীদের ইনিংস। সঙ্গে ধূলিসাৎ হয়ে যায় বিশ্বকাপ স্বপ্নও।

ম্যাচশেষে সাইফউদ্দিন বলেন, মনের ভেতর সুপ্ত ইচ্ছে-বাসনা ছিল, ম্যাচটা জেতাব। তবে অনেকটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবার খারাপ লাগারই কথা। বিশ্বকাপ থেকে আমরা ছিটকে গেলাম। এ ম্যাচ পর্যন্ত আমরা আশায় ছিলাম। এ লড়াইয়ে পেরে উঠলে হয়তো আশা থাকত।

দলকে জেতাতে শেষ পর্যন্ত লড়ে গেছেন সাইফ। আট নম্বরে নেমে ৩৮ বলে ৯ চারে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। তাকে সঙ্গ দিতে চরম ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। যে কারণে ৪৮ ওভারেই থামতে হয় মাশরাফিদের।

দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে ইনফর্ম সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। জয়ের বন্দরে নিতে বাকিরা অবদান রাখতে না পারায় ব্যর্থ হয়েছে পুরো দল।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর