thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাকিবের জন্য ভীষণ খারাপ লাগছে মাশরাফির

২০১৯ জুলাই ০৬ ০৯:৫৩:১৫
সাকিবের জন্য ভীষণ খারাপ লাগছে মাশরাফির

৮ ম্যাচে ৬০৬ রান, ১১ উইকেট। এই বিশ্বকাপে অবিশ্বাস্য খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে এমন নৈপুণ্যে গোটা টুর্নামেন্টে তার ধারেকাছেও নেই অন্য কোন ক্রিকেটার। অথচ তার দল খেলতে পারেনি সেমিফাইনাল। এমনকি শেষ ম্যাচ হেরে ১০ দলের মধ্যে হয়েছে সাত। বিশ্বকাপে বড় কিছু করতে না পারায় তাই সাকিবের জন্যই বেশি খারাপ লাগছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ শেষ করলেন মাশরাফি। অধিনায়ক হিসেবেই খেলেছেন দুটি। বড় সাফল্য আছে, আরও বড় কিছু কাছে গিয়েও ধরা হয়নি। তবে সেসব কিছুই না, নিজের ব্যক্তিগত পাওয়া না পাওয়া ছাপিয়ে গেছে সাকিবের জন্য। সাকিব এত ভালো খেললেন, কিন্তু দল কিছুই করতে পারল না। এই ক্ষত মেনে নিতে পারছেন না মাশরাফি, ‘কোন আক্ষেপই নেই। আক্ষেপ এই মুহূর্তে যেটা অবশ্যই সাকিবের জন্য খারাপ লাগছে। এটাই সবচেয়ে বড় আক্ষেপ। সাকিব যেভাবে খেলেছে, তাতে করে আমরা সেমিফাইনাল না খেলাটা হতাশার। একটা দলের খেলোয়াড় এমন পারফরম্যোন্স করলে স্বাভাবিক ভাবেই তারা সেমিফাইনাল খেলবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’

‘যখন রান করার দরকার চিল, যখন ক্যাচ ধরার দরকার ছিল, যখন ফিল্ডিংটা ভালো হওয়ার দরকার ছিল হয়নি। যখন ভালো বোলিং করার দরকার ছিল আমরা স্টেপ আপ করতে পারিনি। ’

সাকিব ছাড়া নিয়মিত বড় রান করতে পারেননি কেউ। দলও পারেনি বড় কিছু করতে। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচ ভেসেছে বৃষ্টিতে। বাকি ৮ ম্যাচের মধ্যে জয় এসেছে তিনটিতে। হার পাঁচটিতে। তুলনামূলক বিচারে আগের বিশ্বকাপ থেকে নিজেদের ছাড়িয়ে যেতে পারেনি দল।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর