thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিরাজগঞ্জে সড়কে প্রাণ হারালেন ২ জন

২০১৯ জুলাই ০৬ ১০:১১:৪২
সিরাজগঞ্জে সড়কে প্রাণ হারালেন ২ জন

সিরাজগঞ্জপ্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার নলকা কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, সকাল ৮টার দিকে মালামাল নিয়ে একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি সামনে থাকা মিনি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় দ্রুতবেগে মিনি ট্রাকটিকে পেছনে থেকে ধাক্কা দেয় ওই ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই ট্রাকটির কেবিনে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরও তিনজন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর