thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০১৯ জুলাই ০৬ ১২:৫১:৫১
চুয়াডাঙ্গায় রেললাইন থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ১০ দিন পর চুয়াডাঙ্গায় রেললাইনের ওপর থেকে এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তার নাম শুকুর আলী (৩৫)।

শনিবার সকালে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের নিকটবর্তী নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বরাবর লাইনের ওপর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।

পরিবারের দাবি, শুকুর আলী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি রহস্যজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের নিকটবর্তী নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বরাবর লাইনের ওপর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই জালাল উদ্দিন মরদেহটি উদ্ধার করেন। এসময় নিহত শুকুর আলীর ছোটভাই সুরুজ আলী সূর্য মরদেহ তার ভাইয়ের বলে শনাক্ত করেন।

ছোটভাই সুরুজ আলী জানান, দিন দশেক আগে শুকুর আলী অভিমান করে বাড়ি থেকে চলে যান। তবে কেউ কেউ বলেছেন স্ত্রীর পরকীয়ার কারণেই তিনি রাগ করে বাড়ি ছেড়েছিলেন।

জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই জালাল জানান, শুকুর আলীর মুখের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে গেছে। শুক্রবার রাত ১টা থেকে ২টার মধ্যে ঈশ্বরদীগামী কোনো ট্রেনে তিনি কাটা পড়ে মারা গিয়ে থাকতে পারেন।

তবে আত্মহত্যা কী না তা এখনি বলতে পারছি না। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর