thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাঁথিয়ার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

২০১৩ নভেম্বর ০৯ ২২:১৪:৪৩
সাঁথিয়ার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

মতিনুজ্জামান মিটু : দিরিপের্টি২৪ : পাবনার সাঁথিয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের ঘটনায় জড়িত চিহ্নিত ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক।

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকেলে ঐক্য পরিষদের এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।

অধ্যাপক নিম চন্দ্র বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের রাজনৈতিক, বুদ্ধিজীবীসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক ড. আনিসুজ্জামান, কামাল লোহানী, শাহারিয়ার কবির, শামছুল হুদা, মনিন্দ্র কুমার নাথ, তারিখ আলী, নির্মল চ্যাটার্জি, হিরন বালা, নির্মল রোজারিও, কল্যাণ জ্যোতি থেরো, ড. দূর্গাদাস ভট্টাচার্য, অ্যাডভোকেট সমর রায়, অধ্যাপক কিশোর রঞ্জন মণ্ডল, সমরেন্দু বিকাশ সাহা, জয়ন্তী রায়, প্রিয়া সাহা, রমেন মণ্ডল, স্বপন ভট্টাচার্য, পদ্মাবতি দেবী ও উর্মি ঢালি।

এ সময় ড. অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শিয়া -সুন্নি, পুরুষ-নারী নানাভাবে বিভক্ত করে জাতিকে সংকির্ণতার পথে নিয়ে যাওয়া হচ্ছে।’

সুব্রত চৌধুরী বলেন, ‘পাবনায় সর্বদলীয়ভাবে আক্রমণ করা হয়েছে। রাষ্ট্র ধর্ম বাতিল না করে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না।’

কামাল লোহানী বলেন, ‘সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত। সংলাপ টংলাপ ওগুলো গোল্লায় গেছে। যুদ্ধাপরাধিদের বিচার শুরু হওয়ায় ওদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে।’

শাহারিয়ার কবির বলেন, ‘বিএনপি-জামায়াত ও হেফাজতকে আলাদা করা যাবে না। যারা এদের একে অপর থেকে বিচ্ছিন্ন করার কথা বলে তারা মুর্খের স্বর্গে বাস করে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই বাংলাদেশের ক্ষমতায় থাকবে অন্য কেউ নয়।’

তিনি বলেন, ‘বিএনপি চালাচ্ছে জামায়াত। জামায়াত দেশে সংলাপ ও নির্বাচন হতে দেবে না। জামাতয়াকে নিষিদ্ধ না করে নির্বাচনে গেলে দেশে গৃহযুদ্ধ হবে।’

এদিকে সাঁথিয়া থেকে ফিরে একই দিন বাম মোর্চার নেতারা এক সাংবাদিক সম্মেলনে হামলাকারীরা যে দলেরই হোক তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

তোপখানা রোডের বামমোর্চার অস্থায়ী কার্যালয়ের এ সংবাদ সম্মেলনে মোর্চা সমন্বয়ক সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, আব্দুস সাত্তার, জোনায়েদ সাকি, মহিনুদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। বাম নেতারা বৃহস্পতিবার সরেজমিনে যান।

(দিরিপোর্ট২৪/এম/এনডিএস/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর