thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ইংল্যান্ডকে দক্ষিণ আফ্রিকার টার্গে  ৩২৬ রান

২০১৯ জুলাই ০৬ ২২:৩৪:০২
ইংল্যান্ডকে দক্ষিণ আফ্রিকার টার্গে  ৩২৬ রান

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বকাপের ট্রফি জিততে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। কারণ প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেলে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে ইংল্যান্ডের। ঘরের মাঠে ইংলিশরা যে কত কঠিন প্রতিপক্ষ সেটা সবাই জানে। তবে অস্ট্রেলিয়ার জয়ের সমীকরণটা কঠিন করে ফেলল দক্ষিণ আফ্রিকা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩২৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হবে অস্ট্রেলিয়াকে করতে হবে ৩২৬ রান। এতো বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এবারের বিশ্বকাপে দ্বিতীয়টি নেই।

ওল্ড ট্রাফোর্ডে আজ টস জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। উদ্বোধনী জুটিতেই প্রোটিয়াদের ৭৯ রান এনে দেন এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। ৩৭ বলে ৩৪ রান করে আউট হন মার্করাম।

হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ টেকেননি ডি ককও। ৫১ বলে ৫২ রান করেন এই প্রোটিয়া ওপেনার। ওপেনাররা ফিরে গেলে প্রোটিয়াদের রান তোলার দায়িত্বটা নিজের ঘাড়েই তুলে নেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৯৪ বলে ঠিক ১০০ রান করে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নের পথে পা বাড়ান ডু প্লেসিস।

ডু প্লেসিস আউট হলেও ততক্ষণে অবশ্য বড় রানের ভিত পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষের দিক ভ্যান ডার ডুজেন ব্যাট হাতে ঝড় তুললে ৬ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৯৭ বলে ৯৫ রান করেন ডুজেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুলাই ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর