thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিশ্বকাপ সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

২০১৯ জুলাই ০৭ ১০:৫৩:২১
বিশ্বকাপ সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯-এর প্রথম রাউন্ড শেষ হলো। সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

পয়েন্ট টেবিলে ভারত প্রথম, অস্ট্রেলিয়া দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয় এবং নিউজিল্যান্ড চতুর্থ অবস্থানে থেকে লিগ পর্যায় শেষ করেছে। দক্ষিণ আফ্রিকা সপ্তম অবস্থানে উঠে আসায় বাংলাদেশের অবস্থান এখন ৮ম। পাকিস্তান ৫ম, শ্রীলঙ্কা ৬ষ্ঠ স্থানে রয়েছে। নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। আর সবার শেষে রয়েছে আফগানিস্তান।

অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত। আর অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই। ভেনু ম্যানচেস্টার। এখানেই হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি।

দ্বিতীয় সেমিফাইনাল হবে ১১ জুলাই। বার্মিংহামে অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে। আর লন্ডনে ফাইনাল হবে ১৪ জুলাই।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর