thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ওদের বাংলাদেশ বলে ডাকুন: সরফরাজ

২০১৯ জুলাই ০৯ ০০:৪৫:৪৯
ওদের বাংলাদেশ বলে ডাকুন: সরফরাজ

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পর প্রেস কনফারেন্সে এক সাংবাদিক সরফরাজকে বাংলাদেশ সম্পর্কে নিয়ে প্রশ্ন করতে গিয়ে ‘বেঙ্গলি’ শব্দ ব্যবহার করে। এ শব্দটি শুনে পাকিস্তান অধিনায়ক চরম ক্ষিপ্ত হন। তিনি ওই সাংবাদিকের উদ্দেশে বলেন, আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।

পাকিস্তান অধিনায়ক বলেন, এই (বেঙ্গলিস) শব্দটা ব্যবহার করবেন না। আপনার ব্যবহার করা এই শব্দ সোশ্যাল মিডিয়ায় একটা ইস্যু তৈরি করতে পারে। ওদের বাংলাদেশ বলে ডাকুন।

সোমবার পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময় বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।

রোববার দেশে ফিরেছেন সরফরাজ। বিমানবন্দরে তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিক করুক, কাকে অধিনায়ক করবে। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, এই দলের অধিকাংশ খেলোয়াড় তরুণ। তাদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। বিশ্বকাপের প্রথম পাঁচটা ম্যাচে আমরা সেভাবে খেলতে পারিনি। পরের ৪ ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলাম। এটুকু বলতে পারি, এই টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে।

সেমিফাইনাল যাওয়ার সমীকরণে বাংলাদেশ-পাকিস্তান ও শ্রীলংকার সমর্থকরা রবিন রাউন্ড পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সমর্থন করছিল। কারণ ওই ম্যাচ ভারত জিতলেই কেবল বিশ্বকাপে এশিয়ার অন্য তিন দেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু ওই ম্যাচটিই ভারত হেরে যায়। এ নিয়ে অনেকেই অভিযোগ তোলে, পাকিস্তান যাতে সেমিফাইনালে না উঠতে পারে সেজন্যই ভারত সে ম্যাচে হেরেছিল।

ভারত কি ম্যাচটা ইচ্ছে করে হেরেছিল? শুনে সরফরাজ বলেছেন, আমার মনে হয় না, এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা ঠিক হবে না। আমরা সেমিফাইনালের লড়াইয়ে ছিলাম বলে ভারত ম্যাচটা হেরেছিল-কোনোভাবেই এটা মনে করি না। আমি মনে করি, ইংল্যান্ড ওই ম্যাচে চমৎকার পারফর্ম করেছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর