thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

আরও ৩ দিন বৃষ্টি থাকতে পারে

২০১৯ জুলাই ০৯ ০৩:০৫:২৯
আরও ৩ দিন বৃষ্টি থাকতে পারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্ষার খরা কাটিয়ে অঝোরে ঝরছে বৃষ্টি। গত দু’দিনে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে আরও বেশকিছু স্থানে। সোমবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত অঝোরে বৃষ্টি ঝরেছে রাজধানীতে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘এ অবস্থা মোটামুটি ৯, ১০, ১১ জুলাই পর্যন্ত থাকবে। বৃষ্টি ধীরে ধীরে কিছুটা কমে আসবে।’

সোমবার সকালে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর